• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লোহাগাড়ায় পাষণ্ড মিজানের বিচারের দাবিতে মানববন্ধন

  লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬
মানববন্ধন
কালো মিজান ও তার মদদদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের লোহাগাড়ায় নবজাতক হত্যার দায়ে বাবা মিজানুর রহমান ওরফে কালো মিজান ও তার মদদদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালো মিজান উপজেলার সদর ইউনিয়নের মুন্সি পাড়ার আবুল হোসেনের ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক প্রভাষক ইব্রাহিম খলিল, লোহাগড়া প্রেসক্লাব সভাপতি এম আবদুল জব্বার ফিরোজ, লোহাগাড়া সদরের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, কুয়েত প্রবাসী মহিউদ্দিন চৌধুরী বাবর, বাদশা, নাজু ও লিটন।

মানববন্ধনে অংশ নেয় স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সমাজের সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন :বেনাপোলে পুকুর থেকে আসামির লাশ উদ্ধার

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি কালো মিজানের লাথিতে তার প্রেমিকার গর্ভপাত ঘটে। নবজাতক কান্না করায় চুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। পরে পুকুর পাড়ে নবজাতকের লাশ মাটি চাপা দেয়। এর তিন দিন পর ৭ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে পুকুর পাড় থেকে নবজাতকের লাশ উত্তোলন করা হয়।

ঘটনার পরপরই কালো মিজান ও তার সহযোগীরা পালিয়ে যায়। আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড