• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদক-সন্ত্রাস-জঙ্গি ও দুর্নীতি প্রতিরোধে এক সঙ্গে কাজ করতে হবে: র‌্যাব পরিচালক

  বগুড়া প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫২
মহাপরিচালক ড. বেনজীর আহমেদ
বগুড়া পুলিশ লাইন্সে আলেম-ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ (ছবি : দৈনিক অধিকার)

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেছেন, জাতির পিতার উন্নত, সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতি নির্মূলে নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সকলে মিলে এক সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে জঙ্গিবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ ক্ষেত্রে সঠিক তথ্য তুলে ধরতে আলেম-ওলামাদের কাজ করতে হবে। দেশের যুবসমাজ মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত, এদের রক্ষা করতে হবে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়তে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পুলিশ লাইন্সে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী আলেম-ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, এ দেশের সংস্কৃতির মূল্যবোধ অত্যন্ত শক্তিশালী। ইমাম, খতিবগণ আমাদের সামাজিক নেতা। মাদরাসায় পড়ে মধ্যযুগে মুসলমানরা জ্যোতিবিদ্যা, গণিত বিদ্যায় অবদান রেখেছে। বর্তমান সরকার মাদরাসার শিক্ষার আধুনিকায়নে পদক্ষেপ নিয়েছে। সমাজের সর্বস্তরে কাজ করতে পারে এমনভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। মাদরাসাগুলো হোক বিজ্ঞান গবেষণা কেন্দ্র। ইমামগণ আমাদের সামাজিক নেতা। দেশ, দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের সকলকে কাজ করতে হবে।

জেলা পুলিশের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি একে এম হাফিজ আক্তার, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, জামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হক হক্কানী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।

আরও পড়ুন : কালিয়ায় শিক্ষকসহ ৪ জনের কারাদণ্ড

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় বগুড়া শহরে র‌্যাব-১২ এর উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ। বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ সহ বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড