• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  ঝিনাইদহ প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৩
ঝিনাইদহ
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যার দায়ে দিদার লষ্কর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক সিএমএ আলিম আল রাজী এ রায় প্রদান করেন।

দিদার লষ্কর শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের প্রয়াত মকলেচুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দিদার লষ্কর বিয়ের পর থেকে স্ত্রী শিলা বেগমকে যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করত। এরই প্রেক্ষিতে ৫ লাখ টাকা যৌতুক দিতে না পারায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে শিলা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী দিদার। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দিদারসহ তিনজনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়।

উল্লেখ্য, ফাঁসির আসামি দিদার লষ্কর বর্তমানে পলাতক রয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড