• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  সুনামগঞ্জ প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২
ইউসুফ আল আজাদ
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের দাফন সম্পন্ন (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার সাচনাবাজার ইউনিয়নে কুকড়া পরশী মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজার নামাজে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের মহিলা এমপি শামীমা আক্তার খান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট আশাদ উল্লাহ সরকার, জামালগঞ্জ থানা ওসি সাইফুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুন : কুলাউড়ায় মিলি প্লাজায় আগুন

জানা যায়, ইউসুফ আল আজাদ সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকালে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড