• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারির ১২ বছরের কারাদণ্ড

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯
কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত মাদক কারবারি কবির হোসেন (ছবি : দৈনিক অধিকার)

মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জে কবির হোসেন (৩৩) নামে এক মাদক কারবারিকে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর (ঠুটাপাড়া) গ্রামের মৃত মানিকের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা দৈনিক অধিকারকে জানান, ২০১৮ সালের ১৭ নভেম্বর র‌্যাবের একটি দল উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের জনৈক আলকাস মোল্লার আমবাগানে অভিযান চালায়। ওই অভিযানে ৩ হাজার ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কবির হোসেনকে আটক করা হয়।

ওই সময় র‌্যাবের উপপুলিশ পরিদর্শক অনুপ দাস কবিরকে একমাত্র আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও উপপুলিশ পরিদর্শক মো. শফিউল আলম একই বছরের ৬ ডিসেম্বর আদালতে মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন : এক মেয়েকে কবরে রেখে অপরজনের লাশ নিতে হাসপাতালে বাবা

দীর্ঘ শুনানিকালে সাক্ষ্য-প্রমাণাদি বিচার-বিশ্লেষণ শেষে সোমবার আদালতের বিচারক কবির হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায়ে দণ্ডিত করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড