• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটে সেতুর সংস্কারে রডের বদলে বাঁশ! (ভিডিও)

  সিলেট প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭
সেতু
সেতুর সংস্কারে বাঁশ ব্যবহার করে পিচ ঢালাই করে দেওয়া হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

সিলেটের তৃতীয় শাহজালাল সেতুর সংস্কারকাজে রডের বদলে বাঁশের ব্যবহার করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

লোহার পাটাতনের বদলে সেতুর স্প্যানের সংস্কারে ব্যবহার করা হয়েছে বাঁশের। পরে ওই বাঁশের ওপর সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলের কারণে ওই সেতুর একটি লোহার পাত উঠে যায়। পরে ওই পাতটিও চুরি হয়ে যায়। এরই ধারাবাহিকতায় পাটাতনের ফাঁকা অংশে বাঁশ ব্যবহার করে সিমেন্ট দিয়ে ভরাট করা হচ্ছে বলে জানিয়েছে সওজ। ফলে ক্ষণস্থায়ীভাবে বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ দেওয়া হয়েছে।

সওজের সিলেট উপবিভাগীয় প্রকৌশলী মো. নুরুল মজিদ চৌধুরী জানান, সম্প্রতি ওভারলোডেড গাড়ি চলাচলের ফলে ওই সেতুর জয়েন্টে লোহার পাতগুলো ভেঙে উঠে যায়। এ কারণে নতুন করে ওই পাতগুলো লাগানো সম্ভব হয় না। তাই বাঁশ দেওয়ার পর বিটুমিন ঢেলে পিচ ঢালাই করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মরদেহ দেখে বাড়ি ফেরার পথে লাশ হলো যুবক

তিনি বলেন, কাজটি অবশ্যই ক্ষণস্থায়ী। তবে নষ্ট হয়ে গেলে আবারও ঢালাই দেওয়া হবে। কেবল শাহজালাল তৃতীয় সেতু নয়, কুশিয়ারার ওপর শেরপুর সেতুসহ সুরমার ওপর অন্য সেতুগুলোতেও এভাবে কাজ করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড