• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে ৯ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত

  ফরিদপুর প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১
ফরিদপুর
ফরিদপুর (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের লিটু মোল্লার মেয়ে লিজা আক্তার, একই ইউনিয়নের নরসিংহপুর গ্রামের নূরু শেখের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মায়া আক্তার ও গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর গ্রামের লিয়াকত মোল্লার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিন্ডি আক্তার। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে চাঁদনী আক্তার, সুমাইয়া আক্তার, আইরিন আক্তার, মীম, সোনালী ও আরিফা আক্তার বাড়ি ফিরেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদীরা আক্তার জানান, টিফিনের পর শ্রেণিকক্ষে ফিরে আসার পর এক শিক্ষার্থীর মাথা ঘোরা ও বমি বমি ভাবের কারণে অসুস্থ হয়ে পড়ে। তার দেখাদেখি একে একে অন্য ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ে। এভাবে ৯ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নরসিংদীতে যুবক হত্যা, আটক ১

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, এটি একটি গণমনস্তাত্ত্বিক রোগ। একজন অসুস্থ হলে তার দেখা দেখি অন্যরাও মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়েছে।

তিনি বলেন, যে ৩ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মেডিসিন বিভাগে এবং বাকি দুজনকে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবার অবস্থাই ভালোর দিকে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড