• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ২৮০ যাত্রীকে জরিমানা

  সারাদেশ ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২
পাবনা
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ (ছবি : সংগৃহীত)

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৮০ জন যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভাড়াসহ জরিমানা বাবদ মোট ৪১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এর মধ্যে ভাড়া বাবদ ২৮ হাজার টাকা ও জরিমানা বাবদ ১৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী-চিলাহাটিগামী-রাজশাহীর মধ্যে চলাচলকারী ৭৩৩/৭৩৪ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় দপ্তরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আবদুল আলিম বিশ্বাস মিঠু, গৌড় চন্দ্র সিং, নাসির হোসেন প্রমুখ।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল নারী মোটরসাইকেল চালকের

রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী ৭৩৩ নম্বর (আপ) তিতুমীর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩৪ নম্বর (ডাউন) তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করা হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড