• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারীপুরে র‌্যাবের অভিযানে ধরা পড়ল ৫ ডাকাত

  বরিশাল প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২
গ্রেপ্তার
অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার পাঁচ ডাকাত (ছবি : দৈনিক অধিকার)

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদারীপুরে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২ ফেব্রুয়ারি) র‌্যাব-৮-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাজী সালাম ব্যাপারি বাড়ির কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- বরগুনা জেলার সদর উপজেলার জাকিরতবক গ্রামের নিজাম চৌকিদার (৩৭), একই উপজেলার গুলবুনিয়া গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৬) ও ঘটকবাড়িয়া গ্রামের সেলিম আকন্দ (৪২), মাদারীপুরের সদর উপজেলার পুটিয়া গ্রামের আলাউদ্দিন ফকির (২৭) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকার হাসুয়া গ্রামের জাহাঙ্গীর কাজী (২৮)।

র‌্যাব থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা ডাকাতির উদ্দেশ্যে গোবিন্দপুর গ্রামের ওই কলাবাগানে গোপনে প্রস্তুতি নিচ্ছিল। পরে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ অভিযানে তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক, দুইটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, দুইটি তলোয়ার, দুইটি চাপাতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন সেটসহ পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুন : নওগাঁয় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ হারাল যুবক

এ ঘটনায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে পৃথক মামলা দিয়ে ওই পাঁচজনকে মাদারীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড