• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাগুরায় ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

  মাগুরা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২২
পিঠা উৎসব
পিঠা উৎসবের স্টল পরিদর্শন করছেন অতিথিরা ( ছবি : দৈনিক অধিকার )

মাগুরায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের শহীদ সৈয়দ আতর আলী গ্রন্থগারে এই পিঠা উৎসব উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামন শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিযান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা প্রশাসক আশরাফুল আলম ও জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজুয়ানসহ আরও অনেকে।

তিনদিন ব্যাপি পিঠা উৎসবে মোট ২০টি স্টল স্থান পেয়েছে। এতে দেশীয় পিঠা গুলোর মধ্য রয়েছে ভাপা পিঠা, ফুলঝুড়ি, গজাফুল, রুপ চাঁদা, পানতোয়া, গোলাপ পিঠা, লবগঙ্গা, পাটিসাপ্টা, তারা পিঠা, সূর্য মুখী, ক্ষীর পিঠা, ধুটি পিঠা, ভেজানো পিঠাসহ আরও অন্যান্য।

আরও পড়ুন: সিংড়ায় বিশ্ব জলাভূমি দিবস উদযাপন

আয়োজক কমিঠির সভাপতি মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বর্তমান প্রজন্ম ভুলেই গিয়েছে পিঠার কথা। তাই আমরা তিনদিন ব্যাপি দেশীয় পিঠা মেলার আয়োজন করেছি। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড