• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করলেন নারীনেত্রী

  গাজীপুর সদর প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫০
গাজিপুর
অভিযুক্ত নারীনেত্রী (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে এক কৃষকের ২ বিঘা জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠেছে নারীনেত্রী নামধারী একদল মহিলা ও তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে বলে গাজীপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে জানান ভুক্তভোগী নাজিম উদ্দিন।

ভুক্তভোগী নাজিম উদ্দিন জানান, ‘একটি জাল ও বিতর্কিত দলিল দেখিয়ে ডগরী মৌজার আরএস-৪৯৭ খতিয়ানের ৭২৪৩ ও ৭২৪২ নম্বর দাগের তার দখলীয় ২ বিঘা জমিতে নারীনেত্রী পরিচয়ে সদরের পূর্ব ডগরী গ্রামের ফেরদৌসি আক্তার ও তার সমর্থকেরা ভয়ভীতি দেখিয়ে লোকজন নিয়ে ঘর নির্মাণ ও চারা রোপণ করার চেষ্টা চালিয়ে জবর দখলের চেষ্টা করছে। ওই জমিতেই কৃষক নাজিম উদ্দিনের বাড়ি ও সবজি বাগান।’

আদালতের দেওয়া ১৪৪ ধারা জারির আদেশ পেয়েও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষকের ছেলে সাইদুর জানান, ‘জবর দখলকারীরা দা-লাঠি নিয়ে স্থানীয় এক মন্ত্রীর নাম ভাঙিয়ে নিজেকে নারীনেত্রী পরিচয় দিয়ে জবর দখল চালায়। জয়দেবপুর থানা পুলিশকে জানিয়েও কোনো ফায়দা হচ্ছে না ।’

এছাড়া এ ব্যাপারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তাদের পাননি বলেও জানান সাইদুর।

এ ঘটনায় মোবাইলে ফেরদৌসি আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে এড়িয়ে যান এবং এ ব্যাপারে কোনো বক্তব্য দেননি ।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ওই নারীনেত্রী এলাকায় ঝুট ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অনৈতিক কাজে জড়িত।’

আরও পড়ুন : উৎসবের ভোট এখন শঙ্কায় পরিণত হয়েছে : ভিপি নুর

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ‘জমি দখলের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ করতে নিষেধ করা হয়েছে। যেহেতু জমিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে, তাই তাদের আদালতের মাধ্যমে মীমাংসা করতে বলা হয়েছে।’

ওডি/এমআরকে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড