• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসি পরীক্ষার্থী হত্যা : ২৫ জনের বিরুদ্ধে মামলা

  গোপালগঞ্জ প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪১
নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার
নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় সাবেক ইউপি সদস্য আজিজুল শেখকে প্রধান আসামি করে ২৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর থানায় নিহতের মামা হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রনি হাওলাদার নিহত হয়। রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার অংশ নেওয়ার কথা ছিল।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা বংশের ইউসুফ মোল্লা ও শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার চার-পাঁচ দিন আগে শেখ গ্রুপের নতুন শেখকে মোল্লা গ্রুপের রহিম মোল্লা ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়েলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে লিপ্ত হয়। সংষর্ষের সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ নিজের বন্ধুক দিয়ে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

আরও পড়ুন: করোনা ভাইরাস : চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আজিজুল শেখসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড