• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলার প্রতিশোধ নিতে ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়ে জখম

  বরিশাল প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২০, ১৯:৫৭
থানা
মেহেন্দীগঞ্জ থানা (ছবি : দৈনিক অধিকার)

বরিশালে অপহরণের ঘটনায় মামলা দায়েরের জেরে এক ব্যবসায়ীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গুচ্ছগ্রাম বাজারে এই হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় আহত ব্যবসায়ী শহিদুল তালুকদার, সাদ্দাম হোসেন ও তরিকুল ইসলাম বর্তমানে শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের ভাগ্নে মো. ফয়সাল হোসেন সুমন জানান, সম্প্রতি রাকিব হাওলাদারের নেতৃত্বে কয়েকজন ব্যবসায়ী শহিদুল তালুকদারের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে অপহরণ করে। এ ঘটনায় শহিদুল তালুকদার থানায় মামলা দায়ের করলে পুলিশ অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারসহ রাকিব হাওলাদার এবং সেলিম সরদারকে আটক করে।

ওই ঘটনার জেরে শুক্রবার সকালে রাকিবের স্বজনরা গাগুরিয়া গুচ্ছগ্রাম বাজারে ব্যবসায়ী শহিদুলসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় বাবুল বয়াতির নেতৃত্ব সোহেল বয়াতি ও হুমায়ুন বয়াতিসহ অজ্ঞাত আরও কয়েকজন দা দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মেহেন্দীগঞ্জ থানা পুলিশের একটি টিম ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ল মাদক কারবারি

মেহেন্দীগঞ্জ থানার এসআই শাহ জালাল দৈনিক অধিকারকে বলেন, ‘অপহৃত ওই ছাত্রীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। একই সময় দুইজন আসামীকেও আটক করা হয়। ওই অপহরণকে কেন্দ্র করেই শুক্রবার এই হামলা হয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড