• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওকে যানজটমুক্ত করতে মাঠে ইউএনও

  ঠাকুরগাঁও প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ০৬:৫০
ইউএনও
যানজট নিরসনের লক্ষ্যে অভিযানকালে ইউএনও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র পার্কিংয়ের ফলে নিত্যদিন যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে এবার মাঠে নেমেছে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরকে যানজটমুক্ত করতে মাঠে নামেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন। এই অভিযানে ঠাকুরগাঁও সদর থানার একদল পুলিশ ফোর্সও অংশগ্রহণ করে।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন দৈনিক অধিকারকে জানান, জেলার বাসস্ট্যান্ডের চৌরাস্তা ও গোলচত্বর এলাকার মূল প্রবেশদ্বারে বিভিন্ন অটোমোবাইল ও লরি মেরামতের দোকান থাকায় যত্রতত্র ট্রাক পার্কিং বাড়ছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ফলে বুধবার দুপুরে জেলার ট্রাক মালিক সমিতি ও অটোমোবাইল রিপেয়ার সমিতির নেতাদের ডেকে এক বৈঠক করা হয়। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব দোকান সংশ্লিষ্টদের জন্য নির্ধারিত স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন : ব্যাংকের সাড়ে ৩ কোটি টাকা জুয়ায় খোয়ালেন কর্মকর্তা

তিনি বলেন, আগামী মার্চ মাসে ঠাকুরগাঁও শহরকে যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সদর থানা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড