• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই পক্ষের দ্বন্দ্বে ২০ বাড়িতে ভাঙচুর

  রাজশাহী প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ০৮:৩৪
বাড়িতে ভাঙচুর
বাড়ির বিদ্যুতের মিটার ও দরজা ভেঙে দেওয়া হয়েছে

রাজশাহী নগরীর ভদ্রা সংলগ্ন জামালপুর ও হজোর মোড়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দুপক্ষের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামালপুর এলাকার ২০টি বাড়িতে ভাঙচুর চালান হয়েছে। পরে চন্দ্রিমা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামালপুরের স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে, দুই পাড়ার যুবকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে হজোর মোড়ের একদল যুবক জামালপুরে প্রবেশ করে স্থানীয়দের বাড়িতে অতর্কিত আক্রমণ চালায়। রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে জামালপুরের ২০টি মতো বাড়িতে ভাঙচুর চালান হয়।

এ সময় মামুন, সুলতান খোকন, ওয়াহেদ ও আশরাফসহ কয়েকজন যুবকের বাড়ির বিদ্যুতের মিটার ও দরজা ভেঙে দেওয়া হয়। আক্রমণে নেতৃত্ব দেয় ২৬ নম্বর (পশ্চিম) যুবলীগের সভাপতি পলাশ, তনু, শাহেদ, রয়েল, পারভেজসহ একাধিক যুবক। পরে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত গত বছর এই যুবলীগ নেতা পলাশের হজোর মোড়ের দোকানে আক্রমণ চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

তালাইমারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ জানান, ঘটনা জানান পর এলাকায় পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। উভয় পক্ষকে বলা হয়েছে, কারও কোনো অভিযোগ থাকলে থানায় গিয়ে অভিযোগ করতে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড