• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাহিরপুরে যুবককে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ দায়ের

  সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ২১:০২
জেলার ম্যাপ
ছবি : দৈনিক অধিকার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যের বিরুদ্ধে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় থানায় অভিযোগে দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট এলাকার আনিসুল হক নামে এক যুবক তাহিরপুর থানায় ওই অভিযোগটি দায়ের করেন।

হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তরা হলেন- উপজেলার পুরানঘাট গ্রামের মজিবুর তালুকদারের ছেলে ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ তালুকদার, তার সহোদর আরিফ তালুকদার এবং ফকির নগর গ্রামের হযরত আলীর ছেলে ইমন মিয়া।

একই সঙ্গে ওই অভিযোগে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন কিশোরকে আসামি করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে নিরীহ শিক্ষার্থীদের মারধর, হুমকি প্রদান, একাধিক ছাত্রীকে ইভটিজিংসহ হয়রানির অভিযোগও পাওয়া গেছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে ওই যুবক উল্লেখ করেছে, উপজেলার পুরানঘাট গ্রামের কিশোর গ্যাং লিডার শরীফ তালুকদারের নেতৃত্বে ছয় থেকে সাত সদস্যের একদল কিশোর সোমবার (২৭ জানুয়ারি) বিকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে তার গতিরোধ করে। এরপর শরীফ তালুকদারসহ অন্যরা তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশে লোহার পাত দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে যায়। পরবর্তীকালে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে। এরপর সন্ধ্যার দিকে অবস্থা আশঙ্কাজনক হলে আনিসুল হক নামে ওই যুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ দিকে, এলাকাবাসীসহ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেন- মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থী হলেও বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের বন্ধু-বান্ধবদের নিয়ে বছরখানেক আগে একটি কিশোর গ্যাং গড়ে তোলে শরীফ। নিজ বিদ্যালয় ও বিদ্যালয় বহির্ভূত এলাকায় তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে ধারালো ছোড়া, চাকু, লোহার পাত, রড ও কাঠের রোল নিয়ে প্রায়শই ঘোরাফেরা করে। এমনকি আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা নিরীহ শিক্ষার্থীদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করে আসছে।

আরও পড়ুন : বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান দৈনিক অধিকারকে জানান, অভিযোগের তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনার সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড