• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে বাস খালে পড়ে নিহত ২, আহত ২৫

  রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম

২৮ জানুয়ারি ২০২০, ১৯:৫১
বাস খালে
সড়ক দুর্ঘটনার শিকার বাস (ছবি : দৈনিক অধিকার)

রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে বাস খালে উল্টে পড়ে দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পিংক সিটি-২ এর পার্শ্ববর্তী স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এ সময় বাসের যাত্রীদের মধ্যে ২৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

নিহতরা হলেন- বাসের হেলপার মো. ইমাম হোসেন (৩৪) ও যাত্রী জাহান আরা বেগম (৫৫)।

বাসের হেলপার ইমাম হোসেন চন্দ্রঘোনার লিচু বাগান এলাকার চৌধুরী গোট্টা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সে কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকত।

এ দিকে, জাহানারা বেগম রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউর রহমান তালুকদার বাড়ির বিজিবির (অবসরপ্রাপ্ত) জওয়ান আব্দুল মালেকের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইয়ের উদ্দেশে ছেড়ে যায় আল্লাহর দান পরিবহনের একটি বাস। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের পিংক সিটি-২ এর পার্শ্ববর্তী স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে বাসের হেলপার মো. ইমাম হোসেন ও যাত্রী জাহান আরা বেগম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, উপপরিদর্শক আমজাদ হোসেন ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন : অপহৃত গৃহবধূ উদ্ধার, অপহরণকারী আটক

রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেন, নিহতদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়। বাসটিকে জব্দ করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড