• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপুল পরিমাণ ইউএস ডলারসহ ৩ স্বর্ণ চোরকারবারি আটক

  ঝিনাইদহ প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ২০:২২
স্বর্ণ চোরাকারবারি
আটককৃত তিন স্বর্ণ চোরাকারবারি ( ছবি : দৈনিক অধিকার )

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ইউএস ডলারসহ ৩ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ডলারের পরিমাণ ৪১ হাজার ৫শ।

রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার তালসা বাজার ও বাঘাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের করিম বিশ্বাসের ছেলে মকলেচুর রহমান (৫৫), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের আমজাদ হোসেনের ছেলে রতন মিয়া (৪০) এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আজিজুল মন্ডলের ছেলে মতিয়ার রহমান (৪৮)।

ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, স্বর্ণ চোরাকারবারিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার তালসা বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ওই এলাকা থেকে মকলেচুর রহমান ও রতন মিয়াকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানকে আটকের পর তার বাড়ি থেকে ৩১ হাজার ৫শ ইউএস ডলার এবং ৬১ কেজি সিটি গোল্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শিশু সন্তানকে গলাকেটে হত্যাচেষ্টায় বাবা গ্রেপ্তার

তিনি আরও জানান, আটককৃতরা রবিবার সকালে ৬টি স্বর্ণের বার ভারতে পাচার করে ওই টাকা পেয়েছিল। তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড