• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাস: সতর্কতা জারি করা হয়নি মোংলা বন্দরে

  বাগেরহাট প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৫
মোংলা বন্দর
মোংলা বন্দর ( ছবি : দৈনিক অধিকার )

চীনে ‘করোনা ভাইরাস’ ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশে এর আতঙ্ক তৈরি হয়েছে। তবুও মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরে এখনো জারি করা হয়নি কোনো সতর্কতা।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী নিরপত্তা কর্মকর্তা মো. আইয়ূব আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য বিভাগ থেকে কোনো নির্দেশনা না আসায় এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি তারা।

মোংলা বন্দরের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাসের ফলে এ বন্দরে এখনই সতর্কতা জারি করা উচিত।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, ‘মোংলা বন্দরে যেহেতু বেশিরভাগ পণ্যবাহী জাহাজই চীন থেকে আসে। তাই আমরা করোনা ভাইরাস আক্রমনের ঝুঁকিতে আছি। এ ভাইরাস একবার এ বন্দরে ঢুকে পড়লে তার শনাক্ত করার ডিভাইসও নেই, তাই এখনই মোংলা বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

আরও পড়ুন- করোনা ভাইরাস : বুড়িমারী স্থলবন্দরে নেই সতর্কতামূলক ব্যবস্থা

মোংলা বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, ভাইরাস সংক্রামণের বিষয়টি আমি দেখি না, এটা বন্দর স্বাস্থ্য কর্মকর্তা দেখেন। আমি শুধু বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত চিকিৎসা দিয়ে থাকি।

এ বিষয়ে জানতে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুফিয়া বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড