• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবতার দেয়ালে মানবতা নেই

  শরীয়তপুর প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৮:৪১
মানবতার দেয়াল
মানবতার দেয়ালে রাজনৈতিক পোস্টার ( ছবি : দৈনিক অধিকার )

প্রচণ্ড শীতেও মানবতার দেয়ালে নেই শীতবস্ত্র। মানবতার দেয়াল ঢেকে রয়েছে ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও ওয়াজ মাহফিলের পোস্টার। এসব পোস্টারের কারণে চোখে পড়ে না মনবতার দেয়াল।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে এমনই একটি মানবতার দেয়াল চোখে পড়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে।

স্থানীয়রা বলেন, মানবতার দেয়ালটির বয়স প্রায় এক মাস হয়েছে। প্রথম কিছুদিন এখানে মানুষ জামা-কাপড় দিত এবং নিত। তবে এখন তা বন্ধ হয়ে গেছে।

মানবতার দেয়ালের পাশে থাকা হোটেল মালিক নুরুল ইসলাম শেখ বলেন, এখানে কাপড় রাখার হ্যাংগার ছিল। এখন আর নেই। তাই এখন কেউ কিছু রাখে না।

আরও পড়ুন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দৈনিক অধিকারকে বলেন, যে ক্যাম্পাসের দেয়ালে রয়েছে মানবতার দেয়াল। সেই উচ্চ বিদ্যালয় ও কলেজে যদি মানবতার শিক্ষা দেওয়া হতো তাহলে এমনটা হতো না। সব কিছু পরিচ্ছন্ন থাকত। মানুষ উপকৃত হতো।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড