• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে তেল-গ্যাস রক্ষা কমিটির আলোচনা সভা

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ২১:৪৪
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় কমিটির আলোচনা সভা
তেল-গ্যাস-খনিজ রক্ষা জাতীয় কমিটির আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

‘মানুষ মারার নয়, বাঁচার উন্নয়ন চাই’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ নানা দাবিতে ঠাকুরগাঁওয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা কৃষক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

এ সময় আরও বক্তব্য দেন- তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান, সংগঠনটির দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক আলতাফ হোসাইন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন তেল-গ্যাস রক্ষা ঠাকুরগাঁও শাখার সদস্য সচিব সামসুজ্জোহা বাবুল।

আরও পড়ুন: সারা দেশে উৎসবমুখর পরিবেশে 'স্টুডেন্ট কেবিনেট নির্বাচন' অনুষ্ঠিত

সভায় বক্তারা সুন্দরবন ও উপকূলবিনাসী কয়লা এবং দেশবিনাসী পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল, সমুদ্রের গ্যাস রপ্তানিমুখী পিএসসি ২০১৯ বাতিলের দাবি জানান। এছাড়াও জাতীয় কমিটির প্রস্তাবিত সুলভ-টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে নানা দিক তুলে ধরেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড