• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোংরা পরিবেশে খাবার তৈরিতে ২ বেকারির কারাদণ্ড

  ঝালকাঠি প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৮:২৬
ঝালকাঠি
ছবি : দৈনিক অধিকার

নিরাপদ খাদ্য আইনে ঝালকাঠি সদর উপজেলায় দুই বেকারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- সততা বেকারির মালিক শাহ আলম এবং কলাবাগান এলাকার এনামুল হাসান।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএম ইমরানুর রহমান।

আদালতের পেশকার শাহাদাত হোসেন জানান, বিশুদ্ধ নিরাপদ খাদ্য আদালতের বিচারক এইচএম ইমরানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লঞ্চঘাট এলাকার সততা বেকারিতে নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য তৈরির অপরাধে বেকারির মালিক মো. শাহ আলমকে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে শহরের কলাবাগান এলাকায় চয়েস ফুড বেকারিতে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ নেই কিন্তু মেয়াদোত্তীর্ণ খাবারসহ একাধিক অভিযোগে বেকারির মালিক এনামুল হাসানকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে দুইজনই কারাগারে যেতে সম্মতি দিলে তাদের কারাগারে পাঠানো হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড