• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে বেটাগান ও গুলি উদ্ধার

  নড়াইল প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৫:৫১
উদ্ধার হওয়া বেটাগানসহ এক রাউন্ড গুলি
উদ্ধার হওয়া বেটাগানসহ এক রাউন্ড গুলি (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের লোহাগড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি বেটাগানসহ এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার পুলিশ অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

সূত্র জানায়, নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদা গ্রামে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন তিতু মন্ডল। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন সাহেব মল্লিক। এ ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ জানায়, লোহাগড়া থানার এসআই মিল্টন ও এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের লুৎফর মন্ডলের ছেলে তিতু মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের পেছনে আবর্জনার স্তূপে লুকিয়ে রাখা একটি বেটাগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এসআই মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ ডায়েরির প্রেক্ষাপটে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড