• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মার চর থেকে প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার

  রাজশাহী প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৩:১৩
রাজশাহী
লাশ উদ্ধার (ছবি : প্রতীকী)

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা চর থেকে জাকির হোসেন (২১) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় চর কালিদাসখালী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাকির হোসেন কালিদাসখালী এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে।

আবদুল খালেক মোল্লা জানান, তার ছেলে জাকির হোসেন শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে কালিদাসখালী বাজারে ওষুধ আনতে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। তবে সকালে কালিদাসখালী এলাকার একটি মটর ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম জানান, শনিবার সকাল ৮টার দিকে সবজি চাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটর ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে এলাকার মানুষের সাথে তিনিও ঘটনাস্থলে যান এবং জাকিরের লাশ চিনতে পারেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ৯টায় লাশ উদ্ধার করি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন : ইয়াবাসহ পু‌লি‌শ কন‌স্টেবল আটক

ওসি আরও জানান, এখন পর্যন্ত হত্যার মূল কারণ জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন, পূর্ব শত্রুতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড