• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাক-মোটরবাইকের সংঘর্ষে লালমনিরহাটে নিহত ১

  লালমনিরহাট প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ১৮:১৮
সড়ক দুর্ঘটনা
ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয় (ছবি : প্রতীকী)

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন সড়কে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন মোটরবাইক আরোহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে স্থলবন্দর সংলগ্ন মহাসড়কের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রহিম (৫০)। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে।

অপরদিকে আহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট গ্রামের আনছার আলী ও একই গ্রামের মোটরবাইক চালক আমিনুর রহমান।

বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পাটগ্রাম থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্থলবন্দর সংলগ্ন মহাসড়কের ঘুন্টি এলাকা হয়ে একটি পণ্যবাহী ট্রাক ও তিন মোটরবাইক আরোহী উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি দ্রুতগামী ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম নামে ওই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় অপর দুই মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়।

আরও পড়ুন : সড়কে ঝরল নৌ-কর্মকর্তার শিশুপুত্রের প্রাণ

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দৈনিক অধিকারকে জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর একই মহাসড়কে ভারতীয় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত ও চারজন আহত হয়েছিল।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড