• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এখনো বাংলাদেশিদের লাশ ফেরত দেয়নি বিএসএফ 

  সারাদেশ ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ১১:৫১
নওগাঁ
বাংলাদেশিদের লাশ ফেরত দেয়নি বিএসএফ (ছবি : সংগৃহীত)

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় দুইজনের মরদেহ নিয়ে গেছে ভারত। একদিন পেরুলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে গুলি করে তিনজনকে হত্যার প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, সন্দ্বীপ ও কামালের মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশকে দেওয়া হয়েছে। তারা অন্যান্য আইনানুগ কার্যক্রম শেষে বিএসএফকে মরদেহ দিলে, তারপর তা বিজিবিকে হস্তান্তর করবে। তবে, কবে ফেরত দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিএসএফ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের ৮০০ গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দ্বীপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) মারা যায়।

বিজিবি ১৬ হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিবিদ্ধদের মধ্যে বাংলাদেশ সীমান্তে একজন মারা গেছে। অপর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে।

আরও পড়ুন : বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ২ নারীসহ নিহত ৩

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড