• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজীগঞ্জে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা

  চাঁদপুর প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ২২:৫১
আগুন
আগুনে বসতঘর পুড়ে ছাই ( ছবি : দৈনিক অধিকার )

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে সন্না গ্রামে একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত বোরহান হোসেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের বোরহান হোসেনের বসতঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত বোরহান হোসেন ওই বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত বোরহান হোসেনের ছেলে মামুন ঘরেই ঘুমিয়ে ছিল। সে ঘুমন্ত অবস্থায় পোড়া গন্ধে ঘুম ভাঙ্গে। পরে ঘরের ভেতর আগুন ও ধোয়া দেখতে পায় সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘর, দুটি ইনকিউভেটর, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, থানা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তারা (ক্ষতিগ্রস্ত পরিবার) অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড