• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশি কৃষককে তুলে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে 

  সারাদেশ ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ১৬:৪৪
সীমান্ত এলাকা
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা (ছবি : সংগৃহীত)

মেহেরপুর সীমান্ত থেকে এক কৃষককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। কৃষকের নাম মিলন হোসেন (৪০)।

এ বিষয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ কৃষককে তুলে নেওয়ার অভিযোগটি অস্বীকার করে।

কৃষক মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় কুতুবপুর ইউপি সদস্য রফিকুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক মিলন সীমান্ত পিলার ১২৯ এর কাছে নিজ জমিতে কাজ করতে গেলে ভারতীয় ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্প তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর কৃষক মিলনকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় ৬ বিজিবি।

৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, দুই দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ৮৪ বিএসএফ নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন।

আরও পড়ুন : সুন্দরবনে দুই জেলের মুক্তিতে ৬ লাখ টাকা দাবি

সুবেদার আব্দুল মান্নান জানান, তারা মিলন হোসেনকে তুলে নিয়ে যায়নি বলে জানিয়েছেন। তবে মিলন হোসেনের পরিবার তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড