• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধামুইরহাটে সরকারি অফিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৮

  নওগাঁ প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ১৯:১৪
গ্রেপ্তার
গ্রেপ্তার (ছবি : ফাইল ফটো)

নওগাঁর ধামুইরহাটে সাত সরকারি অফিসে চুরি ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে গ্রেপ্তারকৃতদের নওগাঁ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের পল্লী বোর্ডের গ্রাম সংগঠক মো. মামুনুর রশিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ন হোসেন (৩০), আলমগীর হোসেন (২৪), আব্দুল হামিদ (৩০), শ্রী পলাশ চন্দ্র (৩৫), খাইরুল ইসলাম (৪০), ইউসুফ হোসেন (২২), আমজাদ হোসেন (৩২) ও মহব্বত হোসেন (৩৫)।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদের সরকারি সাতটি অফিসে চুরি সংঘটিত হয়। চোরেরা অফিসগুলোর জানালার গ্রিল, দরজার তালা ও হাতল ভেঙে অফিসে প্রবেশ করে আলমারি ও ফাইল ক্যাবিনেটের তালা ভেঙে নগদ টাকাসহ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন : বন্ধুর বাড়িতে এসে লাশ হয়ে ফিরল কলেজ শিক্ষার্থী

ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিভিন্ন অফিসের নৈশপ্রহরী হিসেবে ওই দিন কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড