• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই যুগ পর দেশে ফিরেই দুর্ঘটনাতে যুক্তরাষ্ট্র প্রবাসীর মৃত্যু

  অধিকার ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৫:৫৪
যুক্তরাষ্ট্র প্রবাসীর মৃত্যু
যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিন (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আশায় দীর্ঘ ২৪ বছর কাটিয়েছেন রুহুল আমিন। অবশেষে সেই কার্ড হাতে নিয়েই দেশে ফিরেছিলেন তিনি। যদিও ঘরে ফেরা হলো না তার। নিজের বাড়ি সিলেটে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রুহুলের।

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার জন্য বেশ রোমাঞ্চিত ছিলেন রুহুল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘২৪ বছর পর বাংলাদেশে যাচ্ছি।’

বুধবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন বাবা-মা ও স্বজনরা। পরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের বাসিন্দা আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় রুহুলের পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হন।

স্থানীয়দের মতে, ঢাকাগামী ট্রাকের ধাক্কায় রুহুল আমিনকে বহনকারী হাইয়েস গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুলের।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের হামলার তালিকায় যেসব ইরানি স্থাপনা

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের আশায় রুহুল আমিন দীর্ঘ ২৪ বছর যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। অবশেষে নাগরিকত্ব কার্ড পেয়ে তিনি দেশেও ফিরেছেন। তবে জন্মমাটি সিলেটের বিয়ানীবাজারে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড