• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ

  ঝিনাইদহ প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ১২:০৬
ঝিনাইদহ
ছবি : প্রতীকী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কালীগঞ্জের শাহাপুর ও মহেশপুরের বজরাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালীগঞ্জের দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রনি আহাম্মেদ (১০) এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের কামাল হোসেন (৩০) এবং অপরজনের পরিচয় জানা যায় নি।

এসব ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া জানান, কালীগঞ্জ উপজেলার শাহাপুর-ঘিঘাটি এলাকায় মহাসড়কের পাশে শীতকালীন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এরই এক পর্যায়ে শিশু রনি রাস্তায় চলে আসলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

অন্যদিকে মহেশপুর উপজেলার বজরাপুর নামক স্থানে আলম সাধু (স্থানীয় যান) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলম সাধু চালক কামাল হোসেন ও অপর এক যাত্রী নিহত হয় এবং আহত হয় আলম সাধুর তিন যাত্রী।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড