• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে চার দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১৬:৩০
চারদিন পর লাশ ফেরত দিল বিএসএফ
নিহত (ছবি : ফাইল ফটো)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে নিহত সাবুল আক্তারের (৪৬) মরদেহ চার দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাড়িয়া বিজিবির সদস্যদের নিকট সাবুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রাসেদুল ইসলাম।

উপপরিদর্শক রাসেদুল ইসলাম জানান, সাবুলের মরদেহ তার পরিবারের নিকট একই দিন বিকাল ৩টায় হস্তান্তর করা হয়েছে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

এর আগে গত ১১ জানুয়ারি ভোরে পাড়িয়া সীমান্তের ৩৮৪ এর ২ এস মেইন পিলারের কাছে তারকাঁটার বাহিরে এবং ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্পের ৫০ গজ অভ্যন্তর দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি ছুড়লে নিহত হয় সাবুল। পরে বিএসএফ সদস্যরা ময়না তদন্তের জন্য ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠান।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওই দিন পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফের নেতৃত্বে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সাবুলের লাশ ফেরত চায় বিজিবি।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলার সীমান্তে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড