• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে আবাসিক হোটেল থেকে আটক ১০

  ফরিদপুর প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৬
আবাসিক হোটেল
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুর শহরের দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ তরুণ তরুণীকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) বিকাল থেকে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশ মোতাবেক শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নেতৃত্ব প্রদান করেন ফরিদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিব, সহকারী কমিশনার রিফাত আরা মৌরি ও তানিয়া আক্তার।

ভ্রাম্যমাণ আদালত এ সময় শহরের গুলশান প্যালেস ও পার্ক প্যালেস নামে দুইটি হোটেলে অশ্লীল কার্যকলাপের প্রমাণ পায়। হোটেল দুটি থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের সকলকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

আরও পড়ুন: জেলা পর্যায়ে কুঠির শিল্পে প্রথম স্থান অধিকার করে তুর্জয়

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র সহকারী সচিব সৈয়দ জাকির হাসান জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক ফরিদপুর শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন একটি শহর গড়তে আমাদের এই অভিযান। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ সময় সকলের সহযোগিতা কামনা করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড