• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমাপনী পরীক্ষার ফলাফল জালিয়াতি, প্রতিবাদে মানববন্ধন

  ঝিনাইদহ প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ১৫:১২
ঝিনাইদহ
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল জালিয়াতির সাথে জড়িত শিক্ষকদের শাস্তি এবং ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কিছু প্রাইভেট ব্যবসার সাথে জড়িত শিক্ষকরা অন্যান্যদের সাথে যোগসাজশে ফলাফল জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। ফলে আমাদের মেধাবী সন্তানরা খারাপ রেজাল্ট করেছে। তাই সমাপনী পরীক্ষার খাতা অন্যান্য স্কুলের সাথে পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছি।

পরে শিক্ষা অফিসের সামনে অবস্থান নিয়ে খাতা পুনঃমূল্যায়নের দাবি সম্বলিত স্বারকলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের নিকট প্রেরণ করেন।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, গতকালও এই স্কুলের বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। আজও শিক্ষার্থীরা অভিযোগ করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পাশাপাশি শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে বলেছি।

আরও পড়ুন: চট্টগ্রামে অবতরণে ব্যর্থ, কলকাতায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

এর আগে শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড