• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় শিশু অপহরণ মামলায় আসামির যাবজ্জীবন

  কুষ্টিয়া প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
কুষ্টিয়া
দণ্ডপ্রাপ্ত আসামি (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার দৌলতপুর থানায় শিশু অপহরণ মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলো, দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পূর্ব মণ্ডল পাড়া গ্রামের চাঁদ আলীর কন্যা বেদেনা খাতুন ওরফে লিমা (৩৮)।

এই মামলায় অপর তিন আসামি ঠেকারী খাতুন, চাঁদ আলী ও আব্দুর রশিদদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর, দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ছমির আলীর ছয় মাস বয়সী শিশু কন্যাকে অপহরণ করে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে বেদেনা খাতুনসহ চারজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আরও পড়ুন: চট্টগ্রামে অবতরণে ব্যর্থ, কলকাতায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্তকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড