• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্লাস বর্জন করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ধর্মঘট

  নড়াইল প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২০, ১৮:২৫
ধর্মঘট
বিদ্যালয়ের সামনে ধর্মঘট পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ( ছবি : দৈনিক অধিকার )

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৯৫ নম্বর টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরার অপসারণের দাবিতে ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে এ ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে অভিভাবকরাও।

জানা যায়, লোহাগড়া উপজেলার ৯৫ নম্বর টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১৩০। ২ মাস ধরে অসুস্থ থাকায় দুই বিষয়ে ফেল করেছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। গত ১ জানুয়ারি সকালে শিক্ষার্থীদের বই দেওয়ার সময় ওই শিক্ষার্থীর অভিভাবক চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ করার অনুরোধ করেন প্রধান শিক্ষককে। এ সময় শামীম আরা বলেন, ‘সভাপতির বাপের ক্ষমতা নেই, আপনার সন্তানকে পঞ্চম শ্রেণিতে ভর্তি করে বই দেবে।’ প্রধান শিক্ষকের এ কথা শুনে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন। পরে মঞ্চ থেকে নেমে আসেন সভাপতি। একপর্যায়ে সহকারী শিক্ষকরা দুঃখ প্রকাশ করে প্রধান শিক্ষক ও সভাপতিকে নিয়ে বই বিতরণ করেন। এরপর ২ জানুয়ারি ডিবি পুলিশের একটি দল ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের বক্তব্য শোনেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কালনাঘাট থেকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হেমায়েত হোসেনকে আটক করে পুলিশ। পরে দুপুর ১টার দিকে পুলিশ তার বক্তব্য রেকর্ড করে ছেড়ে দেয়।

এ দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা বলেন, আমি সভাপতির নাম তুলে কথা বলেছি, তার বাবার নাম তুলে নয়।

অন্যদিকে, সভাপতি হেমায়েত হোসেন মোল্যা বলেন, প্রধান শিক্ষক আমার বাবার নাম তুলে কথা বলেছেন। এসপির কাছে অভিযোগ করে পুলিশ দিয়ে আমাকে আটক করিয়েছেন। এখন প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ধর্মঘট পালন করছে।

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুপুর বলেন, প্রধান শিক্ষক ঠিকমতো পড়ান না। মারধর করেন।

আর অভিভাবক শহর আলী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক শিশুদের নির্যাতন করেন। অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছে।

আরও পড়ুন: সবজি বাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইদুজ্জামান জানান, সভাপতিকে পুলিশ আটক করেছে শুনেছি। আর ধর্মঘটের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নড়াইল পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিন জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির বক্তব্য নিয়ে ছেড়ে দিয়েছি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড