• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই

  নড়াইল প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২০, ১৩:৩০
নড়াইল
ভাতাভোগী যাচাই-বাছাই কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের লোহাগড়ায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কাশিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু এই কর্মসূচির উদ্বোধন করেন।

জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে কাশিপুর ইউনিয়নে ৬৫ জনকে বিধবা ভাতা, ৫১ জনকে বয়স্ক ভাতা ও ১০৪ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হবে। উপজেলা পরিষদের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর বিধবা ও বয়স্ক ভাতাভোগীদের প্রতিমাসে ৫শ এবং প্রতিবন্ধীদের ৭শ ৫০ টাকা করে অর্থ সহায়তা দেবে।

লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। আমরা মাঠ পর্যায়ে এসে প্রকৃত ভাতাভোগী শনাক্ত করছি।

উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর জন্য অনেক কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে অগ্রাধিকার ভিত্তিতে যারা ভাতা পাওয়ার যোগ্য সবার উপস্থিতিতে সেই সঠিক তালিকা প্রণয়ন করছি।

আরও পড়ুন : চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজা, কাশিপুর ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আল হেলাল মিয়া উপস্থিত ছিলেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড