• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

  ময়মনসিংহ প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২০, ১৬:২৪
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহত (ছবি : ফাইল ফটো)

ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ফারুক আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার কাওয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ নান্দাইল পৌর শহরের চন্ডিপাশা গ্রামের মনির উদ্দীন খানের ছেলে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আশা এনজিওতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঘন কুয়াশার মধ্যে নান্দাইল পৌর শহরের চন্ডিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে ফারুক আহমেদ তার কর্মস্থল গাজীপুরের কাপাসিয়া উপজেলার উদ্দেশে রওনা হন। পথে নান্দাইল উপজেলার কাওয়ারগাতী এলাকায় আসার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ঘন কুয়াশার মধ্যে অসাবধানতাবশত পেছন থেকে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১০

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী নান্দাইল পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাদির জানান, ফারুক আহমেদ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আশা এনজিওতে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। প্রতিদিন ভোরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যেতেন তিনি। রবিবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঘন কুয়াশার মধ্যে নিজ বাড়ি থেকে তার কর্মস্থলে যাওয়ার পথে নান্দাইল উপজেলার কাওয়ারগাতী এলাকায় আসার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার ওসি জিয়াউর রহমান এ ব্যাপারে বলেন, ‘দুর্ঘটনাস্থল নান্দাইল উপজেলার সীমান্ত সংলগ্ন কিশোরগঞ্জ সদর উপজেলা হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড