• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বই পড়া হলো না ইব্রাহিমের

  খাগড়াছড়ি প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২০, ১৬:৪৮
স্কুলছাত্রী
মৃত্যুর এক দিন আগে স্কুল থেকে নতুন বই সংগ্রহকালে ক্ষুদে শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল (ছবি : দৈনিক অধিকার)

নতুন বই বাড়িতে রেখে নিকট আত্মীয়ের হলুদের অনুষ্ঠানে গিয়ে খাগড়াছড়িতে মো. ইব্রাহিম খলিল নামে এক স্কুলছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করম আলী মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই এলাকার রজ্জব আলীর ছেলে ও তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

তাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন জানান, বুধবার (১ জানুয়ারি) বই উৎসবের আনন্দে আত্মহারা ইব্রাহিম খলিল নতুন বই নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন বৃহস্পতিবার রাতে সে তার এক নিকট আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। সেখানে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর দ্রুত তাকে তাইন্দং বাজারের গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিয়া বলেন, ‘অত্যন্ত চটপটে স্বভাবের ইব্রাহিম ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা এক ক্ষুদে মেধাবীকে হারালাম।’

এ দিকে, শিশু শিক্ষার্থী ইব্রাহিম খলিলের মৃত্যুতে করম আলী মেম্বার পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে শোকে নির্বাক তার পরিবার। পাশাপাশি ভাষা হারিয়ে ফেলেছেন স্থানীয়রাও।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড