• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজিজুলকে সারা জীবনের ছুটি দিল ঘাতক ট্রাক

  পাবনা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬
শিশু আজিজুলের লাশ
শিশু আজিজুলের লাশ (ছবি : দৈনিক অধিকার)

বার্ষিক পরীক্ষার পর স্কুল ছুটি হওয়ায় মায়ের সঙ্গে নানি বাড়ি যাচ্ছিল শিশু আজিজুল (৬) ও তার ছোট ভাই। কিন্তু পথিমধ্যে মা রুপা খাতুনের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হলো আজিজুল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত আজিজুল সাঁথিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল খালেক জানান, দুপুর ১২টার দিকে আজিজুল ও তার ছোট ভাইকে নিয়ে তার মা রুপা খাতুন উপজেলার মাহমুদপুর গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। তারা একটি ভ্যান গাড়িযোগে বনগ্রাম বাজারে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে শিশু আজিজুল পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ দিকে চোখের সামনে ছেলের নির্মম মৃত্যুর ঘটনায় তার মা রুপা খাতুন মূর্ছা যান। স্থানীয়রা এসে ওই মা ও তার অপর সন্তানকে উদ্ধার করে। তারা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধও করে রাখেন। কিন্তু ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে ও তার গাড়িকে আটক করা যায়নি।

এ দুর্ঘটনার জন্য স্থানীয়রা বনগ্রাম এলাকার মহাসড়কের দুপাশে অবৈধভাবে স্ট্যান্ড করে থাকা ট্রাক, অটোবাইক ও ভ্যান-রিকশাকে দায়ী করেন।

তারা জানান, যানবাহন দিয়ে রাস্তার দুপাশ আটকানো থাকায় পথচারীরা রাস্তার দুদিক ঠিকমতো দেখতে পারেন না। এজন্য প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক ট্রাকের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড