• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে হাজির ডিসি

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:০৯
শীত বস্ত্র
শীত বস্ত্র বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

বিগত এক সপ্তাহে ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড পরিমাণে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলায় সামান্য রৌদ্র থাকলেও সন্ধ্যার পরই ক্রমশ বাড়তে থাকে শীত। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে শীতের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই শীতের তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার রাত ১০টার সময় জেলা শহরের হরিজন সম্প্রদায়ের মধ্যে ৮০টি শীতবস্ত্র (লেপ) বিতরণ করেছেন।

এ সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন জানান, রাতে হঠাৎ ডিসির গাড়ি দেখে আমরা চমকে গিয়েছিলাম। পরে দেখি তিনি শীতবস্ত্র নিয়ে এসেছেন। এই প্রথম আমাদের গ্রামে ডিসি ও ইউএনও গভীর রাতে চাওয়ার আগে শীতবস্ত্র দিয়ে গেলেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড