• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে মদের বারে অভিযান, ৬৩ জনের জেল-জরিমানা

  বরিশাল প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৫১
হোটেল
বরিশাল নগরীর অভিজাত হোটেল এরিনা (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল নগরীর অভিজাত হোটেল এরিনার বারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে ৬৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কারাদণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, বৃহস্পতিবার রাতে এরিনা বারে অভিযান চালিয়ে অবৈধভাবে মদ পানের সময় ৬৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক সকলকে সর্বনিম্ন চারদিন থেকে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক থেকে সর্বোচ্চ চারদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, এরিনা বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও লাইসেন্সবিহীন বা অনুমোদনবিহীন কারও কাছে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্তরা লাইসেন্সবিহীন মদ পান করছিল বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড