• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলেদের জালে ধরা পড়ল ২৫ কেজির বাঘাইড়

  সারাদেশ ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩২
বাঘাইড় মাছ
জেলেদের জালে উঠে আসা ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা আমিরুল ইসলাম ও হৃদয় হোসেন। পেশায় তারা উভয়ে জেলে। দীর্ঘদিন ধরে বাঘা উপজেলাধীন পদ্মা নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে আসছেন দুজনে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সহযোগীরা মিলে পদ্মায় জাল ফেলেন তারা। এক পর্যায়ে জালটি নৌকায় তুললে এতে উঠে আসে ২৫ কেজি ওজনের বড় একটি বাঘাইড় মাছ।

পরে বিক্রয়ের জন্য মাছটি উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় বিশালাকৃতির ওই মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা।

এ ব্যাপারে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার জেলে আমিরুল ইসলাম জানান, উপজেলা পরিষদ চত্বরে নিয়ে ৮৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রয় করেছেন তিনি। এর আগেও তাদের জালে এ ধরনের মাছ উঠে এসেছিল বলেও জানান আমিরুল ইসলাম।

এ দিকে, মাছ ব্যবসায়ী লালচান হোসেন জানান, ২৫ কেজি ওজনের ওই মাছটি ৮৫০ টাকা কেজি হিসেবে মোট ২১ হাজার ৬৭৫ টাকায় ক্রয় করেছেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড