• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বছরের বৃহত্তম ৮ লক্ষাধিক ইয়াবার চালানসহ আটক ৪

  কক্সবাজার প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫
মাদক কারবারি
আটক মাদক কারবারি (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের টেকনাফ থেকে চলতি বছরের বৃহত্তম ইয়াবার চালানসহ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্তসহ চার ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটক চারজন হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত নুর আলম প্রকাশ নুর হাফেজ (৩০), তার সহকারী মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম প্রকাশ কালু (৪৫)।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে দুইটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এটি র‌্যাব-৭ এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান।

তিনি আরও জানান, নুর হাফেজ ইয়াবা গডফাদার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে মোট ৮ লাখ ১০ পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড