• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় নতুন নিয়োগে ২১ ডাক্তারের যোগদান

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৪
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকারী ডাক্তাররা
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকারী ডাক্তাররা (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একযোগে নতুন নিয়োগপ্রাপ্ত ২১ ডাক্তার যোগদান করেছেন। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ডাক্তার পদে নতুন নিয়োগ দেওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুলাউড়ার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স এসব ডাক্তার যোগদান করেন।

সূত্র জানায়, বছরের পর বছর ডাক্তার সংকটের ভোগান্তির শিকার উপজেলার ৫ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষাপটে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের প্রচেষ্টায় কুলাউড়া এই সর্বোচ্চ ডাক্তার পাচ্ছে। এতে রোগীসহ ভুক্তভোগীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। ফলে গরীব-অসহায় রোগীদের সেবার মান বৃদ্ধিসহ সু-চিকিৎসা পাওয়ার সুযোগ হবে আশা করছেন এলাকাবাসী।

জানা যায়, কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার ৫ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবাধানকারী হাসপাতালের সেটআপ অনুযায়ী ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ৩৮ জন ডাক্তারের পদ রয়েছে। কিন্তু হাসপাতালে দীর্ঘদিন ধরে একজন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আরএমওসহ চারজন ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, পুরাতন ও নুতন নিয়োগপ্রাপ্ত মিলে ২৪ জন ডাক্তারদের মধ্যে হাসপাতালে কর্মরত থাকবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আরএমও, ডেন্টাল সার্জন ও সাতজন মেডিকেল অফিসারসহ ১০ জন এবং অপর ১৪ জন মেডিকেল অফিসার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগীদের সেবাদান করবেন।

বৃহস্পতিবার কুলাউড়া হাসপাতালে যেসব নুতন ডাক্তাররা যোগদান করেছেন তারা হলেন- শেখ মোহাম্মদ মিছবাহ উদ্দীন, সুরভী সেন, নাজমুস সিয়াম রাফি, আতিক ইসরাক, মো. আশরাফ হোসেন ভুইয়া, মো. ফয়সাল আহাম্মদ, খাদিজা আক্তার, মো. আরিফুজ্জামান, তানজিলা রুম্মন, নাদিয়া শারমিন রুমা, মোহাম্মদ নাঈম-উল-হক, পলাশ চন্দ্র বিশ্বাস, সাকিয়া রিজওয়ানা, দেবাশীষ রায়, নাজনীন সুলতানা, মমতাজ খলিল মুন্নী, মো. আসিফ হায়দার, সুমাইয়া বিনতে জাহান, মো. এহসান আলমগীর, এন মেমচৌবী চনু ও তাপস দেবনাথ।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন অফিস সীত্রে জানা গেছে, নুতন নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের মধ্যে মৌলভীবাজার জেলার সাত উপজেলা হাসপাতালে মোট ৭৩ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কুলাউড়া হাসপাতালে ২১ জন, রাজনগর হাসপাতালে ১১ জন, বড়লেখা হাসপাতালে ১০ জন, শ্রীমঙ্গল হাসপাতালে নয়জন, কমলগঞ্জ হাপাতালে আটজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে আটজন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড