• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিহত

  পিরোজপুর প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪
সড়ক দুর্ঘটনা
নিহত ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলী (ছবি : দৈনিক অধিকার)

পিরোজপুরের নাজিরপুরে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলী এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন।

নিহত মৌলী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেজো মেয়ে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় সে।

পরিবার সূত্রে জানা যায়, মৌলী দোলা পরিবহনের বাস যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত আসার পর বাসটি বিকল হয়ে পরে। এ সময় নাজিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবকে মৌলী ফোন দেয়। ফোন পাওয়ার পর রাকিব মৌলীকে আনতে টুঙ্গীপাড়ায় যায়। মোটরসাইকেলযোগে নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মৌলী ঠাণ্ডা অনুভব করে তখন রাকিব মোটরসাইকেল থামিয়ে তার নিজের মাফলার মৌলীকে দেয়। রাস্তার পাশে দাড়িয়ে রাকিবের মাফলারটি গলায় জড়াচ্ছিল সে। ঠিক তখন দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি এ্যাম্বুলেন্স মৌলীর মাথায় ধাক্কা দেয়। এ দুর্ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও জানা যায়, মৌলী ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করত। সে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিল। বর্তমানে মৌলী পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তার অকাল মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম গভীর শোক ও তার শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির বলেন, নিহতের মরদেহ নাজিরপুরে আনা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড