• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবৈধ ইট ভাটা ভেঙে দিয়ে দুই লাখ টাকা জরিমানা

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১০ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৫
পাবনা
ভাটা ভেঙে দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা পরিষদের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে গড়ে তোলা পাবনা ঈশ্বরদীর একটি ইট ভাটা গুঁড়িয়ে দিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের উপস্থিতিতে লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় মেসার্স আনোয়ারুল ব্রিকস ইটভাটা ভেঙে দেওয়া হয়।

অভিযানের সময় পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপস্থিতি ছিলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, এ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা পরিষদের কোনো রকম লাইসেন্স ছাড়াই নির্মিত হয়েছে। বার বার এ ব্যাপারে জানানোর পরও ভাটা মালিক কোনো সাড়া না দেওয়ায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা পরিষদ থেকে লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে নির্মিত ও প্রতিনিয়ত দূষণ সৃষ্টিকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তবে মেসার্স আনোয়ারুল ব্রিকস মালিক আনোয়ারুল বলেন, ভাটায় ইট তৈরির অনুমোদনের কাগজপত্র পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তাছাড়া সংশ্লিষ্ট দপ্তর ইটভাটা বন্ধ বা ভেঙে দেওয়ার কোনো নোটিস দেয়নি বলেও দাবি করেন তিনি।

অভিযানে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ উপস্থিত ছিল।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড