• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় মামা-ভাগ্নের তুলকালাম কাণ্ডে আহত ৮ 

  ওবাইদুর রহমান আকাশ, খোকসা

০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩
খোকসায় দু’গ্রুপের সংঘর্ষে আহত গৃহবধু
খোকসায় দুগ্রুপের সংঘর্ষে আহত গৃহবধূ (ছবি : দৈনিক অধিকার)

বাড়িতে ধান ওড়ানোর ধুলা যাওয়াকে কেন্দ্র করে মামা-ভাগ্নের হামলা-পাল্টা হামলায় কৃষকের স্ত্রী-পুত্র কন্যাসহ দুগ্রুপের ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে এক গৃহবধূর চোয়ালের মাংস ছিড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে কৃষক মোজাম্মেল আলীর পরিবারের ওপর হামলা চালায় তারই প্রতিবেশী রমজান আলীর লোকেরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপগ্রাম ইউনিয়নের ডাঙ্গীপাড়ার কৃষক মোজ্জামেল আলীর স্ত্রী তার বাড়ির আঙিনায় আমন ধান ওড়ানোর কাজ করছিল। ধানের ধুলা-বালি প্রতিবেশী রমজান আলীর বাড়িতে যাওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৮ ডিসেম্বর) রাত থেকে সোমবার (৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়। প্রতিপক্ষের হামলায় আহত কৃষক মোজাম্মেল আলী প্রামাণিক, তার স্ত্রী রহিমা, কলেজ পড়ুয়া ছেলে আল-আমিন, রফিকুল ইসলাম, মারুফ ও খুশিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে খুশি নামের গৃহবধূর চোয়ালের মাংস উঠে গেছে।

এ সময় আহত রমজান আলীসহ তার পক্ষের মালেকা খাতুন ও আলমকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলমের চোয়ালের মাংসও উঠে গেছে।

হামলায় আহত কৃষক মোজাম্মেল আলীর ছেলে রাজবাড়ী সরকারি কলেজের সম্মান শ্রেণির ছাত্র আল-আমিন দৈনিক অধিকারকে জানায়, তার নিজের বাড়িতে ধান ওড়ানোর কাজ করা হচ্ছিল। প্রতিবেশী রমজান আলী ধান ওড়ানোতে বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রমজান আলীর লোকেরা রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কমপক্ষে তিনবার হামলা চালিয়ে তাদের পরিবারের লোকদের মারপিট করে।

আল-আমিন আরও জানায়, হামলাকারীদের হাত থেকে তার অন্তঃসত্ত্বা ছোট বোনও বাদ পড়েনি। প্রতিপক্ষের লোকেরা কামড় দিয়ে তার বোন খুশির চোয়ালের মাংস কেটে নিয়েছে বলেও সে অভিযোগ করে।

হাসপাতালে চিকিৎসাধীন রমজান আলীর সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান দৈনিক অধিকারকে জানান, রক্তাক্ত আহত মোজাম্মেলসহ অধিকাংশের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে কামড়ে খুশির চোয়ালের মাংস ছিড়ে নেওয়া ক্ষতটা একটু জটিল।

খোকসা থানার এসআই আব্দুর রহমান দৈনিক অধিকারকে বলেন, খবর পেয়ে তিনি আগে আহতদের দেখতে হাসপাতালে ছুটে এসেছেন। ঘটনাস্থল ঘুরে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।

ওডি/এমআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড