• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মরমী সাধক হাসন রাজার ৯৭ তম মৃত্যু বার্ষিকী আজ

  কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৪
হাসন রাজা
হাসন রাজা (ছবি : সংগৃহীত)

হাওরের জনপদ সুনামগঞ্জে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজার ৯৭ তম মৃত্যুবার্ষিকী আজ ৬ ডিসেম্বর। ‘লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নায় আমার’ বাউলা কে বানাইররে, এরকম আড়াই শতাধিক জনপ্রিয় লোকগানের রচয়িতা মরমী কবি এবং বাউল হাসন রাজা। দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী সাধনা। যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তার রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর হাওরের জেলা সুনামগঞ্জ শহরের তেঘরিয়া গ্রামে লক্ষণশ্রী পরগনার ধনাঢ্য জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরী ও মোছাম্মদ হুরমত জান বিবির ঘর আলোকিত করে জন্ম নেন মরমী সাধক হাসনরাজা। হাসন দেখতে বেশ সুপুরুষ দর্শন ছিলেন শুধু তাই নয়, তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ-সরল সুরে প্রায় সহস্রাধিক গান ও পঙক্তি রচনা করেছেন। বাইজী দিয়ে নৃত্য ও বাদ্যযন্ত্রসহ এসব গান গাওয়া হত। সেই গানের মাঝেও অন্তর্নিহিত রয়েছে নশ্বর জীবন, স্রষ্টা এবং নিজের কৃত কর্মের প্রতি অপরাধ বোধের কথা। কে জানতো সেই অত্যাচারী, ভোগবিলাসী জমিদারই হবেন পরবর্তীকালের সবচেয়ে প্রজাদরদি এবং দরবেশ জমিদার।

হাসন রাজার স্মৃতি সংরক্ষণের জন্য সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর, যার নাম ‘মিউজিয়াম অব রাজাস’। এখানে দেশ-বিদেশের দর্শনার্থীরা হাসন রাজা ও তার পরিবার সম্পর্কে নানা তথ্য জানতে প্রতিদিন ভিড় করেন। এছাড়াও, সুনামগঞ্জ শহরের তেঘরিয়ায় এলাকায় সুরমা নদীর কোল ঘেঁষা হাসন রাজার স্মৃতিবিজড়িত বাড়িতে পারিবারিক ভাবে করা হয়েছে হাসন রাজা মিউজিয়াম। রাখা হয়েছে কালোত্তীর্ণ এ সাধকের ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই ও নিজের হাতের লেখা কবিতার ও গানের পাণ্ডুলিপি।

হাছন রাজার গান রচনা করতেন কখনো সুরমা নদীর তীরের সাহেব বড়ির ঘাটে। কখনো নির্জন পুকুর পাড়ে আবার কখেনো পারিবারিক গোরস্থানে। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী উচ্চারিত হয়েছিল। ঠাই করে নিয়েছেন লক্ষ লক্ষ ভক্ত শ্রোতার অন্তরে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড