• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের ‘টাইগার হাঙর’

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

০৬ ডিসেম্বর ২০১৯, ১২:০৬
মাছ
টাইগার হাঙর নামে পরিচিত মাছটি (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বাঁশখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ আটকা পড়েছে। মাছটির আনুমানিক ওজন ২০০ কেজি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাংলাবাজার ফিশারি ঘাটের রিদুয়ান মাঝি নামের এক জেলের জালে মাছটি আটকা পড়েছে। রিদুয়ান মাঝি উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানায়, বিরল প্রজাতির বড় মাছটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের ফিশারি ঘাটে মাছটি একনজরে দেখতে ভিড় জমায় কয়েকশ উৎসুক জনতা। তবে কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।

বিরল প্রজাতির মাছ শিকারি জেলে রিদুয়ান মাঝি বলেন, ‘আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনের মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতে দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি। হঠাৎ জালে মাছটি ধরা পড়লে আমি অবাক হয়ে যাই। মাছটি জালে আটকা পড়লেও জালে নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওই জেলে।’

জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি ‘হাঙর প্রজাতির’ টাইগার হাঙর নামে পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এ দিকে খুব কমই পাওয়া যায়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড